মালদা

স্কুলে সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পাওয়ায় রাজ্য সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের

স্কুলে সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পাওয়ায় বুধবার মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো পুরাতন মালদার সাহাপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা। দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিযোগ তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেও এখনও তাদের সাইকেল প্রদান করা হয়নি। এমনকি তাদের সাথে ফর্ম ফিলাপ করা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হলে তাদের দেওয়া হয়নি। বেশ কিছুদিন আগে তারা স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে তার পরেও কোন সুরাহা না হওয়ায় তারা বুধবার পথ অবরোধ করে। এদিন সাহাপুর হাই স্কুলের সহ শিক্ষক জানান প্রত্যেকটি ছাত্রছাত্রীদের ফর্ম আপলোড করা হয়েছে। এবং তাদের প্রত্যেককে সাইকেল দেওয়া হবে। এদিন ছাত্রছাত্রীরা স্কুল কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে পথ অবরোধ করে। ছাত্রছাত্রীদের এই পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ মালদা নালাগোলা রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। সেই যানজটে আটকে পড়েন ADMG। তিনি জানান এই ভাবে পথ অবরোধ না করে BDO-র সাথে এই ব্যাপারে কথা বলা উচিৎ। এরপর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।